বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামত করে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। ছাত্র গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে। আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রব্যবস্থায় সংস্কার এনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, আওয়ামী লীগ সরকারের পতন, বেগম খালেদা জিয়ার কারামুক্তি, কারামুক্ত ও আহতদের সংবর্ধনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের ফারুক হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি ,সদস্য সচিব হাসান শাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল ইসলাম পলাশ, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব মামুন হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা সরকারের পতনে ছাত্র জনতা বীরত্বের পরিচয় দিয়েছে। আন্দোলনে গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ যে নৃশংসতা ও বর্বরতা করেছে, শেখ হাসিনাসহ দোষী সবাইকে আইনের অওতায় এনে বিচার করতে হবে। শেখ হাসিনার দম্ভ, ক্ষোভ, অহমিকা, অহঙ্কার, আমিত্ব দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। হাসিনা পরিবার দুর্নীতি, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছে। তাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে জনগণসহ বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন হয়েছে। কিন্তু সেই নির্যাতনের জন্য জনগণের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভকে প্রতিশোধে পরিণত করা যাবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে স্ব স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এর আগে এদিন সকালে এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট ও রাতে ধোবাউড়াশ কেন্দ্রীয় মন্দিরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানান। তিনি তাদেরকে নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম চালিয়ে যাবার আহ্বান জানান।
প্রিন্স হালুয়াঘাটের বাদশা বাজারে গত ৫ আগস্ট গাজীপুরে আন্দোলনে নিহত শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত, তার পরিবার এবং গুলিতে আহত মো. মেহেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বাদশা বাজারে সমাবেশে বক্তব্য রাখেন।
রাতে তিনি ধোবাউড়ার সিন্দুরা গ্রামে আন্দোলনে গুলিবিদ্ধ আবু নাঈমকে দেখতে যান। তিনি আন্দোলনে ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হন। এ সময় আবু নাঈমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এমরান সালেহ প্রিন্স।